অ্যাকসেসিবিলিটি লিংক

আইএলও’র শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ


বাংলাদেশে বিদ্যমান শ্রম অধিকার এবং শ্রমমান নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও দেয়া শর্তগুলো ২০১৮ সালের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর থেকে সম্প্রতি এক বার্তায় বাংলাদেশকে এই মর্মে সতর্ক করে দেয়া হয়েছিল যে, ওই সব শর্ত পূরণে ব্যর্থ হলে ইইউভুক্ত ২৮টি দেশের বাজারে জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পায় তা সাময়িকভাবে স্থগিত করা হবে। আর এসব শর্ত পূরণের ব্যাপারে পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওকে।

মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত আইএলও বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপিত হলে, বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮ সালের মধ্যে শ্রমিক এবং শ্রম বিষয়ক সব শর্ত পূরণের প্রতিশ্রুতি দেয়া হয়। আর এসব শর্ত পূরণ হলে বাংলাদেশের ইপিজেডগুলোতে শ্রমিক সংগঠন করার অধিকারসহ শ্রমিক এবং শ্রমমান উন্নয়নে বেশ কিছু অগ্রগতি হবে বলে বিশ্লেষকরা বলছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG