অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধান বিচারপতির করা মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী


দ্বৈত শাসন বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ উল্লেখ করে বাংলাদেশের প্রধান বিচারপতির করা মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন হলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার কোন বিচারকের কাজে হস্তক্ষেপ করেছে, এমন নজির নেই।

বিচার বিভাগ পৃথকিকরণের নয় বছর পূর্তি উপলক্ষে সোমবার প্রধান বিচারপতি এক বানীতে বলেন, বিচার বিভাগে দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মত বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে বিচারকাজে বিঘ্ন ঘটছে এবং বিচার প্রার্থীদের ভোগান্তি বাড়ছে।

১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনর্প্রবর্তন করা এখন সময়ের দাবি বলে বানীতে উল্লেখ করে তিনি তাঁর বানীতে বলেন, ওই বিধানটি পুনর্প্রবর্তন করলে বিচার বিভাগের স্বাধীনতা আরো সমুন্নত ও সংহত হবে এবং বিচার বিভাগের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG