অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকারকে হত্যাকান্ড তদন্তে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধীনে তদন্ত কমিটি গঠনে ১৭ সংগঠনের আহবান


পেন আমেরিকাসহ মানবাধিকার এবং স্বাধীন মত প্রকাশের স্বপক্ষের ১৭টি আন্তর্জাতিক সক্রিয়বাদী সংগঠন ২০১৫ সালের ফেব্রুয়ারী থেকে এই পর্যন্ত বাংলাদেশের ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষাবিদ ও সক্রিয়বাদীদের হত্যাকান্ড তদন্তে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধীনে একটি তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, সরকার সুরক্ষা নিশ্চিত করতে না পারায় এখনো বেশ কিছু মানুষ হুমকির মধ্যে রয়েছেন। অনেকে আত্মগোপন করেছেন; কেউ কেউ স্বআরোপিত নিষেধাজ্ঞা বা সেলফ সেন্সরশিপ-এর পথ বেছে নিয়েছেন; আবার অনেকে দেশ ছেড়েছেন।

সংগঠনগুলো বলছে, অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারা এবং বিচার নিশ্চিত করতে না পারায় ভবিষ্যতে আরও হামলার পথ প্রশস্ত করছে।

এদিকে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক প্রতিবেদনে বলেছে, গত এক মাসে বাংলাদেশে কয়েকটি নৃশংস হত্যাকান্ড সহিংস উগ্রবাদী গ্রুপগুলোর শক্তি বৃদ্ধি এবং দায়মুক্তির বিষয়টি জোরালো করেছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG