অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগর উপকূলে নৌকা ডুবিতে ৪০ জন বাংলাদেশীর মৃত্যু হয়ে থাকতে পারে


তিউনিশিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকা ডুবিতে ৪০ জন বাংলাদেশীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৯ মে এর ঘটনার পরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না এমন ৩৯ জন বাংলাদেশীর নাম তালিকা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বুধবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে ঐ তালিকা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মাত্র একজন বাংলাদেশীর মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, যে নৌকাটি ডুবে যায় তাতে ৭০ থেকে ৮০ জন অভিবাসী যাত্রী ছিলেন এবং এর অধিকাংশই ছিলেন বাংলাদেশী। পররাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচারের সাথে যুক্ত নোয়াখালীর তিন ভাইয়ের একটি চক্র এবং মাদারীপুরের ২ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে লিবিয়ার রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা ৩৭ জন বাংলাদেশী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:38 0:00




XS
SM
MD
LG