বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজারের ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রোহিঙ্গাদের যাতে কেউ নির্বাচনে ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জনসংখ্যা প্রায় ৫ লাখ। এর মধ্যে ভোটার ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন।
কিন্তু উখিয়া-টেকনাফের ৩০টি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা; যা কিনা স্থানীয় জনসংখ্যার দ্বিগুনেরও বেশি। পূর্বে আসা অনেক রোহিঙ্গা কৌশলে ভোটার তালিকায়ও অর্ন্তভুক্ত হয়েছেন। এছাড়া নানা কারণে নির্বাচন কেন্দ্রীক রোহিঙ্গাদের নিয়ে বেড়েছে শংকা।
নির্বাচন চলাকালীন রোহিঙ্গাদের যাতে কেউ ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে ক্যাম্পজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণের দিনসহ অন্তত ৩দিন জরুরী প্রয়োজন ছাড়া কোন রোহিঙ্গাকে ক্যাম্প থেকে বের হতে দেয়া হবে না বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন।
ক্যাম্পে যাতায়াত কমাতে দুই সপ্তাহের জরুণী ত্রাণ আগেই বিতরণ সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবং রোহিঙ্গাদের নিরাপদে রাখতে এসব উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
কক্সবাজারের পরিবেশ শান্ত রাখতে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্য।