অ্যাকসেসিবিলিটি লিংক

মানহানির মামলায় জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বাংলাদেশে প্রধান বিচারপতির মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক তোয়াব খান এবং নির্বাহি সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।

মানহানির মামলায় গত ২২শে ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত জনকণ্ঠ সম্পাদকসহ তিন জনকে তলব করে আদেশ দেন। ঐ আদেশ অনুযায়ী সোমবার তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসেসিয়েশনের সভাপতি আরফান উদ্দিন খান এ মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয় গত ৪ঠা ফেব্রুয়ারি জনকণ্ঠে প্রকাশিত ‘অবসরের পর রায় লেখা। এজেন্ডা বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরোনামে উপ-সম্পাদকীয়তে প্রধান বিচারপতি এস কে সিনহা সম্পর্কে কুৎসা রটানো হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG