অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এফডিআই ২০০ কোটি ডলারের ওপরে: ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৬


Bangladesh Bank
Bangladesh Bank

বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই ২০০ কোটি ডলারের ওপর এসেছে বলে জাতিসংঘের বাণিজ্য সংস্থা আঙ্কটাডের 'ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৬’ এ বলা হয়েছে।

২০১৫ সালে বাংলাদেশে ২২৩ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই এসেছে বলে উল্লেখ করে বুধবার ঢাকায় প্রকাশিত আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়, এই অংক ২০১৪ সালে ছিল ১৫৫ কোটি ১০ লাখ ডলার। এতে বলা হয়, ২০১৫ সালে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যে এফডিআই এসেছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ২০১৫ সালে এফডিআই এর সিংহ ভাগই গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, পোশাক ও বস্ত্র খাতের মত আনুষ্ঠানিক খাতে এসেছে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এম এ সামাদ অবশ্য বলেছেন, যে পরিমাণ এফডিআই এসেছে তা যথেষ্ট নয়।

এদিকে, বিশ্ব ব্যাংক বলেছে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট আরও মান সম্মত হতে পারতো।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা বলেছেন রাজস্ব, রফতানি ও ব্যক্তি খাতে প্রবৃদ্ধি বাড়লেও অন্য খাতগুলোতে প্রবৃদ্ধির সূচক কমেছে। এরপরও বাংলাদেশ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG