অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার দেশের সংবাদপত্রগুলো বন্ধ করার পায়তারা করছে: হাফিজুদ্দিন আহমেদ


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের সম্পাদকদের বিচারের বিষয়ে সোমবার যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজুদ্দিন আহমেদ বলেছেন, সরকার দেশের সংবাদপত্রগুলো বন্ধ করার পায়তারা করছে।

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি নেতা একথা বলেন। তিনি বলেন এটা তাদের বাকশালি অভ্যাস যখন সকল সংবাদপত্র তারা বন্ধ করে দিয়েছিল।

হাফিজুদ্দিন আহমেদ অভিযোগ করেন বর্তমান একদলীয় শাসনে গণমাধ্যমের স্বাধীনতা নেই। তাই সত্যি কথা বললে সংবাদপত্র সম্পাদকদের জেলে যেতে হয়।

২০০৮ সালে তদানীন্তন সেনা নিয়ন্ত্রিত সরকারের আমলে একটি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই ছাড়া ডেইলি স্টার এ প্রকাশের কথা সম্প্রতি স্বীকার করেন এর সম্পাদক মাহফুজ আনাম। সোমবার এবিষয়ে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন যে দুইজন সম্পাদক এধরনের খবর ছেপেছেন তাদের বিচার হবে। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG