বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে চারদিনের এক সফরে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী বাকুর কংগ্রেস সেন্টারে আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও তিনি ২৬ শে অক্টোবর পূর্ণাঙ্গ অধিবেশন এবং সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন।
কর্মকর্তারা জানান, ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২৭শে অক্টোবর দেশে ফিরবেন।