অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশানের ক্যাফেতে ২০ মিনিটের মধ্যেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা: বাংলাদেশের পুলিশ প্রধান


বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শাহিদুল হক সোমবার বলেছেন ঢাকার গুলশানের ক্যাফেতে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

পুলিশ প্রধান সোমবার সাংবাদিকদের বলেন উদ্ধারে মোটেই কালক্ষেপণ করা হয়নি এবং এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। তিনি দাবি করেন, হামলার ২০ মিনিটের মধ্যেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তবে দেশি বিদেশি বিশেষজ্ঞরা উদ্ধার অভিযানে কালক্ষেপনের অভিযোগ করেছেন।

এদিকে, যে রেস্তোরাঁয় নিজ দেশের নাগরিকরা নিহত হয়েছেন তা পরিদর্শন করেছেন জাপান ও ইতালীয় দূতাবাস এবং জাইকার কর্মকর্তারা। নিহতদের স্মরণে ঘটনাস্থলের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশি বিদেশি নাগরিকরা।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াদু সাংবাদিকদের বলেছেন, গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার পর কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। জঙ্গি মোকাবেলায় জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ইইউ বাংলাদেশকে জঙ্গি দমনে সবধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG