অ্যাকসেসিবিলিটি লিংক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিখোঁজ


বাংলাদেশে প্রায় মাস খানেক আগে সাংবাদিক উৎপল দত্ত নিখোঁজ হওয়ার পর এবার নিখোঁজ হলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আর বাসায় ফিরেননি বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিকেল থেকে তাঁর ফোন বন্ধ পান সহকর্মীরা।

প্রায় এক মাসেও সাংবাদিক উৎপল দত্তেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার সাংবাদিকদের বলেছেন, কোন নাগরিকের নিখোঁজ হওয়া রাষ্ট্রের কাম্য হতে পারে না। তিনি বলেন, সাংবাদিক উৎপল দত্ত এবং সদ্য নিখোঁজ হওয়া শিক্ষক মুবাশ্বার হাসানকে খুঁজে বের করার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্য মোতাবেক ২০১৬ সালে ৯০ জন এবং চলতি ২০১৭ সালের প্রথম ৫ মাসে ৪৭ জন নিখোঁজ অথবা গুম হয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG