অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবহন ধর্মঘটে স্থবির চট্টগ্রাম


পরিবহন ধর্মঘটে স্থবির চট্টগ্রাম

তৃতীয় দিনের মতো পরিবহণ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম। গণপরিবহনের পাশাপাশি পণ্যপরিবহণও বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও নেমে এসেছে স্থবিরতা।
এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ কার্যক্রমেও সংকট তৈরি হতে পারে বলে আশংকা করেছেন ত্রাণকর্মীরা।
নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে সব ধরণের যানবাহন ও পণ্য পরিবহন বন্ধ করে দেয় পরিবহন মালিক, শ্রমিকরা।
দুরপাল্লার বাসের পাশাপাশি সকাল থেকে বন্ধ রয়েছে সিটি সার্ভিসও। চট্টগ্রামের সাথে আশেপাশের জেলা শহরগুলোর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দূর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
এদিকে শনিবার রাত থেকে প্রায় ২৪ ঘন্টা বন্ধ ছিল, মোবাইল অপারেটর ও পোর্টেবল ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ইন্টারনেট সেবা। এসময়ও ফাইভার অপটিক্যাল ক্যাবলে সংযুক্ত কিছু ব্যবহারকারী ইন্টারনেট সেবা পেয়েছে। তবে রবিবার রাত ৮টার দিকে ইন্টারনেট সার্ভিস চালু হয়।

please wait

No media source currently available

0:00 0:01:17 0:00

XS
SM
MD
LG