বাংলাদেশকে আগামী ৫ বছরে ৮০০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
একই সাথে ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত এ সহায়তা বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে ব্যয়ের রূপরেখা বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি।
এক বিবৃতিতে এডিবি বলেছে এর আগে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৫ বছরে এডিবি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতের জন্য ৫০০ কোটি ডলারের বেশী সহায়তা দিয়েছে।
এদিকে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার ২০১৭ সাল নাগাদ ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। গত ২০১৫-১৬ অর্থবছর শেষে সরকারি হিসাবে ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাথমিক হিসেবে দেওয়া হয়েছে।
এডিবি উল্লেখ করেছে, এ অর্জনের বিষয়ে সহায়ক তথ্যে গরমিল রয়েছে কারণ বিনিয়োগ আগের বছরের তুলনায় খুব একটা বাড়েনি। এছাড়া কৃষি প্রবৃদ্ধিও কমেছে বলে সংস্থাটি দাবি করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।