বাংলাদেশ - সরকারী কর্মকর্তা , পুলিশ কর্মি ও কূটনীতিকদের প্রশিক্ষন ক্ষেত্রে আফগানিস্তানকে সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে । রবিবার টোকিওয় আফগানিস্তান কেন্দ্রীক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দিপু মণি এ প্রস্তাব দেন । বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে টোকিওর হোটেলে ফোন করে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর দিপু মনির সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।