অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজের আদেশকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার


রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজের আদেশকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃবিতে বলেছে রাখাইনে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে, গণহত্যার কোন ঘটনা ঘটেনি। এতে বলা হয়, তাদের ভাষায়, মিয়ানমারের স্বাধীন তদন্ত কমিশন যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে, গণহত্যার নয়। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের আদেশে প্রমাণহীন চিত্র তুলে ধরা হয়েছে উল্লেখ করে বলা হয়, কিছু মানবাধিকার কর্মীর তথ্য বিকৃতির কারণে কয়েকটি দেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং রাখাইনের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। ওই বিবৃতির কোথাও রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয়নি।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতরাতে ঢাকায় এক সেমিনারে বলেছেন, আইসিজের আদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে।

হিউম্যান রাইটস ওয়াচ, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইসিজের আদেশকে মাইলফলক আখ্যা দিয়ে এই আদেশ মানতে মিয়ানমারকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG