অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারদের প্রাথমিক একটি তালিকা প্রকাশ করেছে


১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীকে সহযোগিতা করা রাজাকারদের প্রাথমিক একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের ওই প্রাথমিক তালিকা রোববার প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক। মন্ত্রী জানান, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটের সাথে সম্পৃক্ত ছাড়া অন্য কোন ক্ষেত্রে এই তালিকা দিয়ে মামলা করা হবে না। এই তালিকা রেকর্ড রাখার জন্যই করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, রাজাকারদের তালিকা কোন নতুন তথ্যের ভিত্তিতে করা হয়নি, পুরানো নথিপত্রের ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে। কাউকে নতুন তালিকা করার দায়িত্বও দেয়া হয়নি। রাজাকারদের চূড়ান্ত তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মুক্তিযোদ্ধা সংখ্যা ২ লাখ ১০ হাজারের মতো হবে। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG