অ্যাকসেসিবিলিটি লিংক

ওবায়দুল কাদেরের অবস্থা সঙ্কটাপন্ন


বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা এখনও স্থিতিশীল নয়। বরং অনেকটাই সঙ্কটাপন্ন। যদিও তিনি চোখ খুলেছেন। পাও নাড়াতে পারছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী আহসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিঙ্গাপুর থেকে চার জন বিশেষজ্ঞ চিকিৎসক রাত ৮টার দিকে ঢাকা পৌঁছেই কাদেরের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে তারা বৈঠকে মিলিত হন। এরপর কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাবার সিদ্ধান্ত হয়।

চিকিৎসকরা জানান, জীবন সঙ্কটে থাকা ওবায়দুল কাদেরকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। এনজিওগ্রাম করে দেখা গেছে তার তিনটি আটারি ব্লকড। তার আগে থেকেই ডায়াবেটিস ছিল। সেটাও ছিল অনিয়ন্ত্রিত। ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, ভোরের দিকে মন্ত্রীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। এরপর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের পরামর্শেই তার চিকিৎসা চলে।

অসুস্থ কাদেরকে দেখতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকারসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা হাসপাতালে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও হাসপাতালে দেখতে যান কাদেরকে।

please wait

No media source currently available

0:00 0:01:17 0:00


XS
SM
MD
LG