অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ও মিয়ানমারের শরণার্থীদের সুরক্ষা দেয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের


বাংলাদেশ ও মিয়ানমার থেকে পাচার হওয়া শরণার্থীদের জরুরি ভিত্তিতে সুরক্ষা দেয়ার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একই সাথে থাইল্যান্ডে মানব পাচার মামলায় সেনাবাহিনীর একজন জেনারেলসহ ৬২ জনকে শাস্তি দেয়ার ঘটনায় প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, মানব পাচারের বিরুদ্ধে এটা থাইল্যান্ডের একটি শক্ত অবস্থান। গত ১৯শে জুলাই মানব পাচার মামলায় ১০২ অভিযুক্তের মধ্যে ৬২ জনকে অভিযুক্ত করে থাইল্যান্ডের ফৌজদারি আদালত। অভিযুক্ত থাই জেনারেলকে ২৭ বছরের জেল দেয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, থাইল্যান্ডের মানব পাচারকারীদের কাছে এ মাধ্যমে একটি পরিস্কার বার্তা পৌঁছে গেছে। সেটা হলো পদ বা পদবি বা মর্যাদা যা-ই হোক না কেন এ অবস্থাতে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি বলেছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের ফলে পালাতে বাধ্য হয়েছেন রোহিঙ্গারা। এই সুযোগ নিয়েছে পাচারকারীরা। বাংলাদেশের অনেক মানুষেরও একই পরিণতি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ রোহিঙ্গা অভিভাসীদেরকে শ্রমিকের মর্যাদা দেয়ার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বলেছে, তাদেরকে কাজ করারও অনুমতি দেয়া উচিত।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG