অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের ডেটা চুরি করেছে তুরস্কের হ্যাকাররা


তুরস্কের একটি হ্যাকার দল বাংলাদেশের তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ডেটা চুরি করেছে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটাব্রিচটুডে।

‘বোজকার্টলার’ নামের ওই হ্যাকার গ্রুপ নেপালেরও দুটি ব্যাংকের ডেটা চুরি করেছে বলে ওই ওয়েবসাইটের এক প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে। এ সকল ডেটা তারা অনলাইনে প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

হ্যাকড হওয়া বাংলাদেশের ব্যাংকগুলো হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। নেপালের বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সানিমা ব্যাংকের ডেটা চুরির কথা ডেটাব্রিচটুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হ্যাকার দলটি এর আগে কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্টব্যাংকের ডেটা ফাঁস করে দিয়েছিল। এশিয়ার আরও ব্যাংকের ডেটা প্রকাশ করে দেয়ার হুমকিও দিয়ে রেখেছে হ্যাকার দলটি। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG