অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়া কোথায় চিকিৎসা নেবেন তা নিয়ে চলছে বির্তক


বাংলাদেশে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোথায় চিকিৎসা নেবেন তা নিয়ে বির্তক চলছে। কারা কর্তৃপক্ষ চান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বিএনপি বলছে, এই হাসপাতালে চিকিৎসার প্রতি খালেদার কোন আস্থা নেই। কারণ সেখানকার চিকিৎসকরা দলবাজ।

গত ৫ই জুন খালেদা জিয়া হঠাৎ করে জ্ঞান হারান। গত শনিবার চার সদস্য বিশিষ্ট চিকিৎসক দল খালেদার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এরপর থেকে খালেদার চিকিৎসার বিষয়টি সামনে আসে। কিন্তু কোন হাসপাতালে নেয়া হবে তা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বিমত রয়েছে।

কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা রাজি হলে কাল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হবে। তবে বিষয়টি নির্ভর করছে খালেদার ইচ্ছার ওপর।

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, কারাবিধি অনুযায়ী বেসরকারি হাসপাতালে নেয়ার সুযোগ নেই। তবে সরকার চাইলে সে সুযোগ দিতে পারে।

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আগেই বলেছি দলবাজ চিকিৎসকদের ওপর কোন আস্থা নেই। তিনি বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অবহেলা করছে। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে গত ৮ই ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে রয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG