অ্যাকসেসিবিলিটি লিংক

দুই চরমপন্থী নেতাসহ বগুড়ায় একদিনে চার খুন


বগুড়ার শেরপুর উপজেলায় চরমপন্থীদের মধ্যে গুলিবিনিময় কালে দুই চরমপন্থী নেতা নিহত হয়েছে। শুক্রবার কাকভোরে, সোয়া একটার দিকে ঘটনাটি ঘটে। এছাড়াও বগুড়ায় আরো দুই খুনের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর। শুক্রবার গভীর রাতে শেরপুর উপজেলায় চরমপন্থি দলের দুই গ্রুপের বন্দুক যুদ্ধ হয়। এতে আফসার এবং লিটন নামের দুই নেতা নিহত হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ভয়েস অফ আমেরিকাকে জানান,স্থানীয়রা গুলিবিনিময়ের শব্দ শুনে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি দুটি চাপাতি ও চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির তিনটি পোস্টার উদ্ধার করে।

অপর দিকে বগুড়ার শাজাহানপুরে এইচ এস সি’র এক পরিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয় এবং একই সঙ্গে আদমদীঘি উপজেলার এক ডোবা থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে একদিনে চার প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভীতির সঞ্চয় হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলেই উল্লেখ করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG