অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদে বাংলাদেশের পুলিশ ও র‍্যাব সদস্যরা এখন কলকাতায়


ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে ধৃত আইএস জঙ্গি মুসার বিরুদ্ধে গুলশানের অর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত থাকার নির্দিষ্ট তথ্য হাতে নিয়েই রাজ্যে এল ঢাকার পুলিশ। ইতোমধ্যে তারা শহরে এসে পৌঁছেছেন।

এই জঙ্গি হামলার পিছনে কারা রয়েছে এবং কোথায় বসে সেই পরিকল্পনা করা হয়েছিল, তা মুসাকে জেরা করে জানতে চায় তারা। একই সঙ্গে আইএসের বাংলাভাষী ইউনিটের কে কে সিরিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে, সে বিষয়েও তার থেকে তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী তারা।

তদন্তকারী দলে রয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যসহ র‌্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG