অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ শিশু মৃত্যুর হার ৬৩ শতাংশ কমিয়েছে


বাংলাদেশ ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৬৩ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই শিশুর মৃত্যুহার কমিয়ে আনায় সব থেকে সফল দেশ।

প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরেই সফলতম দেশ হচ্ছে ভুটান। দেশটি গত ২০ বছরে শিশুর মৃত্যুহার কমিয়ে এনেছে ৬০ শতাংশে। এছাড়া নেপাল ৫৯ শতাংশ এবং ভারত ৫৭ শতাংশ কমিয়ে আনতে পেরেছে।

রিপোর্টে বলা হয়, ডায়রিয়া ও নিউমোনিয়া চিকিৎসা সর্বস্তরে পৌঁছে দেয়া এবং নারীশিক্ষা বৃদ্ধি পাওয়ায় শিশুমৃত্যুর হার কমে এসেছে। মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ওয়াহিদা খানম মনে করেন, এই সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে কমিউনিটি হাসপাতালগুলো। আগে মানুষ জানতো না নতুন জন্ম নেয়া শিশুর চিকিৎসার জন্য তাদের কোথায় যেতে হবে; এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও খুব সহজেই কমিউনিটি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারছে। প্রফেসর খানম অবশ্য কিছু চ্যালেঞ্জের কথাও বলছিলেন।

সেভ দ্য চিলড্রেনের রিপোর্টে আরো বলা হয়, ৯০ দশকে প্রতি বছর প্রায় ৫ লাখ ৩২ হাজার শিশুর অকাল মৃত্যু হতো। ২০১৯-এ এসে এই সংখ্যা ১ লাখেরও নিচে নেমে এসেছে।

please wait

No media source currently available

0:00 0:01:57 0:00

XS
SM
MD
LG