অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে: চীনের প্রেসিডেন্ট


বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশা প্রকাশ করেছেন যে, চীন এবং বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ককে আগামিদিনে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হবে।

শুক্রবার ঢাকায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক শেষে, দুই দেশের মধ্যে বিভিন্ন উন্নয়ন খাতে ২৬ টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চীনের সহায়তা পুষ্ট ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে শি জিনপিং বলেন চীন এবং বাংলাদেশ ভাল প্রতিবেশী, বন্ধু এবং উন্নয়ন অংশীদার।

শেখ হাসিনা বলেন, বৈঠকে দুই দেশ খুবই ঘনিষ্ঠভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে পারস্পরিক স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে একমত হয়েছে।

এর আগে, সকালে বাংলাদেশে দুই দিনের এক সফরে ঢাকা পৌঁছালে চীনের প্রেসিডেন্টকে বিমান বন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বিকেলে শি জিন পিং, স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। তিনি আগামীকাল সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG