অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা ছেড়েছেন শি জিনপিং


বাংলাদেশে দুই দিনের সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার ভারতের সৈকত শহর গোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।

ঢাকা ত্যাগের আগে শি জিনপিং সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিমান বন্দরে তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শি জিনপিংকে বিদায় জানানোর পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সফল হয়েছে। তিনি বলেন, এখন তাঁর সফরকালে বাংলাদেশ কি পেল, আর না পেল এটা নিয়ে খোঁচাখুঁচি করা যেতে পারে। তবে তিনি বলেন, বিষয়টা হলো কানেকটিভিটি এবং চীন বাংলাদেশের সাথে আছে এটাই একটা পরিপূর্ণ বিষয়।

সৈয়দ আশরাফ বলেন, দেশের উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আমরা যেমন চীনের সঙ্গে কাজ করছি, আবার ভারতের সঙ্গেও কাজ করে যাচ্ছি। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

XS
SM
MD
LG