আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিক।’ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা ছিলেন; প্রফেসার আমেনা মোহসীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডঃ তারেক শামসুর রেহমান। আমেরিকা থেকে আমাদের সংগে যোগদেন জাপান ও মিসরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম। সেই সংগে যোগ দিয়েছেন অসংখ্য শ্রোতা বন্ধুরা।
বাংলাদেশ এবং চীনের সম্পর্ক দীর্ঘ দিনের। তবে গত সপ্তাহে ৩০ বছর পর চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিঃসন্দেহে যুগান্তকারী এবং ভূ-রাজনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। প্রেসিডেন্ট শি জিন পিং-এর সফরকালে বাংলাদেশ-চীন সম্পর্ক এর অর্থনৈতিক বিষয়ে ২৭ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই প্রথম বিশাল অঙ্কের অর্থনৈতিক সহায়তার পাশাপাশি স্বাক্ষরিত হল অনেকগুলো চুক্তি এবং দু'দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপন হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি-জিন পিংর সাম্প্রতিক সফর নিয়েই ছিল আজকের হ্যালো ওয়াশিংটন।