অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে তৈরি বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌছেছে


Bangladesh PM Sheikh Hasina, right, shakes hands with Chinese President Xi Jinping in Dhaka, Bangladesh,Oct. 14, 2016
Bangladesh PM Sheikh Hasina, right, shakes hands with Chinese President Xi Jinping in Dhaka, Bangladesh,Oct. 14, 2016

চীনে তৈরি বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌছেছে। নতুন ২টি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে। এই নতুন ২টি সাবমেরিনের জন্য ২০১৪ সালে চীনের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয়। শিগগিরই সাবমেরিন ২টি কমিশনিং হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ জানিয়েছে, সাবমেরিন দুটো টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত। নৌবাহিনীর বহরে সাবমেরিনের এই সংযুক্তিতে বঙ্গোপসাগরীয় এলাকায় নজরদারী এবং পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:36 0:00


XS
SM
MD
LG