অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেছেন রোহিঙ্গা সমস্যার সমাধান হবে


বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ দ্বিপাক্ষিক পর্যায়ে বাংলাদেশের সাথে কাজ করে যাবে।

রোববার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এক অনুষ্ঠানে চিনের রাষ্ট্রদূত এমন বক্তব্য দিয়ে আশা প্রকাশ করেছেন যে যথা শীঘ্র সম্ভব শান্তিপূর্ণ ভাবে এ সমস্যার সমাধান হবে। বাংলাদেশ এবং মিয়ানমারকে চিনের ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যায়িত করে তিনি বলেন তারা একসাথে বসে এ সমস্যার সমাধান করতে সমর্থ হবে।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলেছে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্স বাজার জেলায় ১৯৭৮ সাল থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গারদের সংখ্যা বর্তমানে ৮ লাখ ১৭ হাজারে পৌঁছেছে । এর মধ্যে এ বছরের গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ৪০ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্স বাজারে প্রবেশ করেছে।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG