অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশী নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের পরিসর বাড়ছে


বাংলাদেশের বিদ্যমান নাগরিকত্ব আইন ব্যাপকতর করে বাংলাদেশী নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর সম্প্রসারিত করা হচ্ছে। এই সংক্রান্ত একটি নতুন আইন মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। তবে নতুন আইন অনুযায়ী, সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিতরা, সুপ্রীম কোর্টের বিচারক এবং প্রজাতন্ত্রের সামরিক-বেসামরিক কর্মকর্তারা দ্বৈত নাগরিকত্ব পাবেন না।

সার্কভুক্ত দেশ, মিয়ানমার এবং কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশের নাগরিকরা নাগরিকত্ব পাবেন না। মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের এই কথা জানান।

এতোদিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ক্ষেত্রেই দ্বৈত নাগরিকত্বের সুযোগ ছিল- যার পরিসর বাড়ানো হয়েছে। নতুন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বৈবাহিক সূত্রে কোনো বিদেশী বাংলাদেশের নাগরিকত্ব চাইলে তাকে কমপক্ষে পাঁচ বছর এই দেশে বসবাস করতে হবে। যদি নাগরিকত্বের ক্ষেত্রে তথ্য গোপন করা হয় তবে শাস্তির বিধান রাখা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG