মালয়েশিয়ার পেনাং-এ একটি নির্মাণাধীন ৪৯ তলা ভবন এলাকায় ভূমিধসে এ পর্যন্ত ৩ জন বাংলাদেশী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত আরও একজনের পরিচয় জানা যায়নি। ওই দুর্ঘটনায় ১০ জন এখনো নিখোজ রয়েছেন। শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিরা মূলত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার। একজন মিয়ানমারের রোহিঙ্গা ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। নিখোজদের সন্ধানে অভিযান চলছে বলে মালয়শীয় দমকল বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই দেশটির সংবাদ মাধ্যম খবর দিচ্ছে।...ঢাকা থেকে আমীর খসরু