অ্যাকসেসিবিলিটি লিংক

এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে একটি ম্যাপ তৈরি করেছেন ফ্রিল্যান্স গবেষক আতিক আহসান


ডেঙ্গু আক্রান্তদের কাছ থেকে তথ্য নিয়ে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে ফ্রিল্যান্স গবেষক আতিক আহসান একটি ম্যাপ তৈরি করেছেন। বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে তেমন কার্যকর ডাটাবেজ তৈরির উদ্যোগ চোখে না পড়ায় স্বেচ্ছাশ্রম দিয়ে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত ম্যাপটি তিনি তৈরি করছেন। আতিক আহসান মনে করেন, ডেঙ্গুর প্রকোপ কোথায় কেমন তা জানতে পারলে ওষুধ ছিটাতে ও হাসপাতালে আসন ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা করা সহজ হবে। যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে মেডিকেল এনথ্রোপলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেয়া আতিক আহসান বিভিন্ন সময় কাজ করেছেন বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে।

XS
SM
MD
LG