অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মাঝারি মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে মিনিটখানেক সময় ধরে ওই ভূ-কম্পনটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ত্রিপুরার আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে, ত্রিপুরার আমবাসা এলাকায়। আর এটি ছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে মানুষের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয় এবং মানুষজন রাস্তায় এবং খোলা জায়গায় নেমে আসেন। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG