নির্বাচন কমিশন পুন:গঠন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকট ক্রমশ ঘোলাটে হচ্ছে। ইতোমধ্যে প্রেসিডেন্ট নতুন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ জন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন। তারা শপথ নেবেন ১৫ ফেব্রুয়ারি। বিরোধী দল বিএনপি পুন:গঠিত নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে। শপথ নেয়ার আগেই বিএনপির ভাষায়, অনভিজ্ঞ আমলা, বিতর্কিত ব্যক্তি এবং ক্ষমতাসীনদের ইচ্ছার প্রতিফলন- নতুন প্রধান নির্বাচন কমিশনারকে তার পদ থেকে সরে দাড়ানোর দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। বিএনপি বলেছে, নতুন প্রধান নির্বাচন কমিশনারের অতীত কর্মকান্ড এবং বক্তব্যে তিনি যে ক্ষমতাসীন দলের প্রতি অতিমাত্রায় আস্থাশীল তা প্রমাণিত হয়েছে। তার অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং তিনি জনআস্থা অর্জন করতে পারেননি বলে বিএনপি অভিযোগ করেছে।
এদিকে, আইনমন্ত্রী বলেছেন, বিএনপি পছন্দ করুক না করুক এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ...ঢাকা থেকে আমীর খসরু