অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা পালিত


ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় বুধবার বাংলাদেশে পালিত হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। দিনের কর্মসূচির সূচনা হয় দেশের সকল ঈদগাহ, মসজিদ এবং ময়দানে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ইদের জামাত শেষে তরুণ মুসল্লিরা একসাথে সকলকে জানিয়েছেন ঈদ মোবারক।

নামাজ শেষে মুসল্লিরা আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য পশু কোরবানী দিয়েছেন। তবে এবারও পশু কোরবানী এবং মাংস কাটার সময় অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পশু কোরবানীর পর সারা দেশে যে বিষয়টি সবচেয়ে বেশী গুরুত্ব পেয়ে থাকে তা হচ্ছে বর্জ্য অপসারণের কাজটি। রাজধানী ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুপুর দুইটা থেকে ২১ হাজার কর্মী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানীর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে। শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য ব্যক্তি উদ্যোগে অনেককেই বর্জ্য পরিষ্কার করতে দেখা গেছে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG