আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বরাবর জানিয়ে আসছে বিএনপিসহ বিরোধী অনেক রাজনৈতিক দল। ক্ষমতাসীন পক্ষ সেনা মোতায়েনের বিপক্ষে সব সময় অনঢ় থেকেছে। তবে সংসদ নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েনের প্রশ্নে ক্ষমতাসীন পক্ষ এখন অনেক বেশি নমনীয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের রোববার সাংবাদিকদের বলেছেন, প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে। সেনা মোতায়েন করা হবেই না- এমনটি তারা কখনই বলেননি। ওবায়দুল কাদের সংসদ নির্বাচনকালীন সরকারের সম্ভাব্য রূপরেখা জানিয়ে বলেন, ওই সময়ে সরকারের আকার হবে ছোট, তবে কোনো টেকনোক্র্যাাট মন্ত্রী থাকবেন না। এদিকে, রোববার নির্বাচন কমিশনের এক নীতিনির্ধারণী বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি চালুর সক্রিয় চিন্তা-ভাবনা চলছে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আইন-কানুন রদবদলের কার্যক্রমও হাতে নিয়েছে।