অ্যাকসেসিবিলিটি লিংক

বগুড়া-৭ আসনে বিএনপির সমর্থন পেলেন রেজাউল করিম বাবলু


bogura election prep
bogura election prep

শেষ সময়ে বগুড়া-৭ আসনে বিএনপির সমর্থন পেলো স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু। আসনটিতে বরাবরেই বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন। আইনি জটিলাতা থাকায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া-৭ গাবতলী-শাজাহানপুর আসন। এই আসনটিতে বরাবরেই বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন। আইনি জটিলাতায় এবারে তিনি নির্বাচন করতে পারছেন না। ফলে এই আসনে স্থানীয় বিএনপি নেতা গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সরকার বাদল মনোনয়রপত্র জমাদেন এই আসনে। দুইজনেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় নির্বাচন কমিশন তাদের প্রার্থীতা বাতিল করে। ফলে ওই আসনে ধানের শীষের প্রার্থী শুন্য হয়ে যায়। কাকে সমর্থন দেবে বিএনপি এনিয়ে নানা জল্পনা কল্পনা চলছিলো। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন করা হয় দলীয় সিদ্ধান্তে। এদিকে বগুড়াসহ উত্তরাঞ্চলের নির্বাচন নির্বিঘে করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই ভোট কেন্দ্র গুলোতে অবস্থান করছেন।

বিস্তারিত জানাচ্ছেন প্রতীক ওমর।

please wait

No media source currently available

0:00 0:01:16 0:00

XS
SM
MD
LG