বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের সাথে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক আলোচনায় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদো বলেছেন, তথ্য-উপাত্তেই সব সময় প্রমাণ হয় না যে, বিনিয়োগ পরিস্থিতি ভালো রয়েছে। তিনি বলেন, বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসার আগে দু’বার চিন্তা করেন। কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসার পেছনে রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে ক্রমবর্ধমান জঙ্গীবাদ এবং এদের নৃশংসতা রয়েছে; বিদেশীদের হত্যা করা হচ্ছে; কিন্তু এর কোন ব্যাখ্যাও নেই, বিচারও নেই। তাছাড়া দুর্বল অবকাঠামোসহ অন্যান্য কারণও রয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বিনিয়োগ পরিবেশ তৈরি করার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।