অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গী অর্থায়ন রোধে এফবিআই-দুদক একযোগে কাজ করবে


জঙ্গী অর্থায়ন রোধ এবং আন্তর্জাতিক মানিলন্ডারিং মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের সাথে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এফবিআই কর্মকর্তা ডেভিড ইটন ঢাকায় দুদকের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। আর বৈঠকে উভয় পক্ষ থেকে ব্যাপারে আগ্রহের কথা জানানো হয়। ব্যাপারে অধিকতর আলোচনার জন্য জুলাইতে এফবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় আসবেন এবং তখন সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের কথাও বলা হয়েছে এফবিআই ইতোমধ্যে ইন্দোনেশিয়ার সাথে জঙ্গী অর্থায়ন এবং মানিলন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG