অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় আন্তর্জাতিক প্রতারক চক্রের তিন বিদেশী সদস্য গ্রেফতার


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব ঢাকা থেকে একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের তিন বিদেশী সদস্যকে আটক করেছে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শুক্রবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ওই তিন প্রতারককে কৌশলে এক ব্যাংকারের সঙ্গে প্রতারণা করে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

প্রতারকরা সকলেই কেমেরুনের নাগরিক বলে উল্লেখ করে তিনি বলেন, ধৃত ব্যক্তিরা হলেন কোয়াতি ফোতো, এমিলি ও মাবিদা একিনি। এ পর্যন্ত বিভিন্ন প্রতারণার অভিযোগে দুই শতাধিক বিদেশী নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়ে মুফতি মাহমুদ বলেন, এসকল অপরাধে অনেক ক্ষেত্রে বিদেশীদের সহযোগী হিসেবে বাংলাদেশীরাও জড়িয়ে পড়েন। তবে এক্ষেত্রে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হবে বলে তিনি জানান।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG