অ্যাকসেসিবিলিটি লিংক

পচনশীল বর্জ্য থেকে বিশেষ প্রক্রিয়ায় জৈব সার উৎপাদন করছেন 'গার্বেজ ম্যান'


ফাহিম উদ্দিন শুভ, পেশাগত জীবনে একজন স্থপতি। রেস্তরাঁ, হোটেল, চায়ের দোকান এর ফেলে দেয়া পচনশীল বর্জ্য থেকে বিশেষ প্রক্রিয়ায় জৈব সার এবং ফেলে দেয়া অপ্রয়োজনীয় জিনিসকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছেন তিনি। পরিচিত আরও কয়েকজন তরুণ নিয়ে 'গার্বেজ ম্যান' নামে একটি স্টার্ট আপ গড়ে তুলেছেন তিনি। 'গার্বেজ ম্যান' এ শুভ’র সাথে বর্তমানে কাজ করছেন দশ জন তরুণ। ভবিষ্যতে আরো বড় পরিসরে তরুণদের সম্পক্ত করার ইচ্ছা এই তরুণের।

XS
SM
MD
LG