বাংলাদেশে এক মাসের মধ্যে মজুরি কাঠামো বৃদ্ধিসহ অন্যান্য দাবি-দাওয়া মেটানোর ব্যাপারে মঙ্গলবারে দেয়া বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের পরেও ঢাকার অদূরে সাভার, আশুলিয়া, গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা চতুর্থদিনের মতো বুধবারে দিনভর বিক্ষোভ, ঢাকার সাথে আরিচা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঢাকায় মিরপুরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
পুলিশ বুধবার তাদের ভাষায়, পরিস্থিতি শান্ত করতে বেদম লাঠিপেটা ও বেশকিছু কাঁদানে গ্যাস ছুড়েছে। সাদা পোশাকে এক দল ব্যক্তিও শ্রমিকদের লাঠিপেটা করেছে বলে জানা গেছে। এতে ১০ জনের মতো পুলিশসহ কমপক্ষে ৪০ জনের মতো আহত হয়েছে। ১০টি গার্মেন্টস কারখানা ভাংচুরের ঘটনা ঘটেছে। সাভার, আশুলিয়াসহ ঐ এলাকার শতাধিক গার্মেন্টস কারখানা সাময়িক বন্ধ করে দেয়া হয়।
পরিস্থিতি শান্ত করতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বুধবার সুযোগ-সন্ধানীদের ইন্ধন থাকতে পারে বলে জানিয়েছেন।
এদিকে সুমন মিয়া নামে সাভারে আন্দোলনরত একজন গার্মেন্টস শ্রমিক মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে নিহতের পরিবার এবং শ্রমিক সংগঠনগুলো দাবি করেছে।
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এটি দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি।