অ্যাকসেসিবিলিটি লিংক

ইইউ তৈরি পোশাক ক্রেতাদের সংগঠন জানিয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের ত্রুটি সংশোধন করা হয়েছে।


ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ দেশ সমূহের তৈরি পোশাক ক্রেতাদের সমন্বয়ে গঠিত সংগঠন অ্যাকর্ডের জানিয়েছে তাদের তালিকাভুক্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোর মধ্যে ৫৬ শতাংশ তাদের ভবনের অগ্নি, বিদ্যুৎ ও অবকাঠামোগত নিরাপত্তা জনিত ত্রুটি ইতিমধ্যেই সংশোধন করেছে।রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক বব ওয়েজ বাকি কারখানাগুলোর অগ্রগতি খুবি ধীর বলে উল্লেখ করে এগুলোর সংশোধনের গতি আরও বাড়ানোর তাগিদ দেন । বব বলেন, ২০১৩ সালের ১৫ই মে অ্যাকর্ড প্রতিষ্ঠার পর ওই বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত এক হাজার ৫৫০টি কারখানা পরিদর্শন করার সাথে সাথে তাদের অগ্নি, বিদ্যুৎ ও ভবনের নিরাপত্তার বিষয় নজরদারিতে আনা হয়েছে। এর মধ্যে ৫৬ সতাংশের ত্রুটি সংশোধন করা হয়েছে যা তাৎপরয্যপুরন অর্জন। তিনি আশা প্রকাশ করেন ২০১৮ সাল নাগাদ সবগুলো কারখানা সংশোধনের কাজ শেষ কর সম্ভব হবে । জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG