বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বিপরিতে অবস্থিত একটি সার কারখানার ট্যাংক সোমবার রাতে বিস্ফোরিত হয়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস কয়েক বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক, কর্মচারী সহ বহু লোক অসুস্থ হয়ে পড়েছেন।
তীব্র শ্বাস কষ্ট ও অন্যান্য উপসর্গসহ গুরুতর অসুস্থ অন্তত ৫২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎ'সা দেয়া হচ্ছে। এছাড়া, বিষাক্ত এ গ্যাসের কারনে কারখানাটির আশপাশের জলাশয় সমূহের মাছ মরে ভেসে উঠেছে।
সরকারি মালিকানাধীন বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বিসিআইসি পরিচালিত ডাই অ্যামোনিয়া ফসফেট কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাস মঙ্গলবার নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিসিআইসি'র চেয়ারম্যান মহাম্মদ ইকবাল বলেছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে উল্লেখ করে বিশেষজ্ঞরা এ ধরণের প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে নিয়ন্ত্রনের তাগিদ দিয়েছেন।