অ্যাকসেসিবিলিটি লিংক

রানা প্লাজা ধ্বসের ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত


বাংলাদেশে সাভারে রানা প্লাজা ধ্বসে হতাহতের ঘটনার তিন বছরেরও বেশি সময় পরে ভবনটি অর্থাৎ রানা প্লাজার মালিকসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলার বিচার কাজ শুরু হলো।

আগামী ২৩ আগস্ট স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলা বিশিষ্ট ভবনটি ধ্বসে পড়লে কমপক্ষে ১১৩৬ জন গার্মেন্টস শ্রমিক নিহত এবং আড়াই হাজারের বেশি আহত হন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

শ্রমিক সংগঠনসহ সক্রিয়বাদীরা ফৌজদারী আইনে বিচার দাবি করে আসছেন প্রথম থেকেই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের পরিচালক সুলতানউদ্দিন আহমদ বলেন, বিলম্বে হলেও ফৌজদারী আইনে বিচার কার্যক্রম শুরু যথাযথ হয়েছে।
সক্রিয়বাদীরা বলছেন, যতো শিগগিরই সম্ভব দোষীদের শাস্তির বিধান এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা জরুরি, গার্মেন্টস শিল্পের ভবিষ্যতের স্বার্থেই। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG