অ্যাকসেসিবিলিটি লিংক

তিন বাংলাদেশীসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে


ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ৩ জন বাংলাদেশীসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে বলে শনিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।

তুরস্কের একটি অনলাইন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ওই খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স কর্মকর্তারা এসব অভিবাসীদেরকে তুরস্কের হাতে তুলে দিয়েছে। ইউরোপে অভিবাসীর প্রবাহ কমিয়ে আনার জন্য ইউরোপ ও তুরস্কের মধ্যে যে চুক্তি রয়েছে তার আওতায় ওই ৬০ জন অভিবাসিকে ফেরত পাঠান হয়েছে বলে খবরে বলা হয়েছে।

যাদের ফেরত পাঠান হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৩ জন বাংলাদেশী, ১ জন নেপালি এবং ৫৬ জন পাকিস্তানী।

ইউরোপে অভিমুখী অবৈধ অভিবাসীরা সেখানে প্রবেশের গেটওয়ে বা প্রবেশপথ হিসেবে গ্রিসকে ব্যবহার করে থাকে।

২০১৬ সালের এপ্রিলে চুক্তিটি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০৭৪ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তুরস্কে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

XS
SM
MD
LG