আন্দোলনের নামে মানুষ পোড়ানোর অপরাধে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধীরা যে অপরাধ করেছিল বিএনপি একই অপরাধ করেছে ২০১৫ সালে।
পৌর নির্বাচনে বিএনপির সুমতি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা জাতীয় নির্বাচনে না গিয়ে যে ভুল করেছিল এবার পৌর নির্বাচনে গিয়ে তা বুঝতে পেরেছে। এ কারণে জনগণ তাদের ভোট দেয়নি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।