অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রী জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন


জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চার দিনের জার্মানি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন। ওই সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মারকেলের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানেরও কর্মসূচি রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াসহ এসব ব্যাপারে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে জার্মানিতে এই প্রসঙ্গে আলোচনা করা হবে। ইতোমধ্যে ইউরোপীয় কমিশনের সাথেও এ ব্যাপারে সরকার কথা বলেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারসহ পর্যটন কেন্দ্র ধ্বংস করা হচ্ছে বলেই রোহিঙ্গাদের হাতিয়ার চরে স্থানান্তর করা হচ্ছে। তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
এদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর বিষয়ে আলোচনার জন্য ভারতীয় পররাষ্ট্র সচিব ২৩ ফেব্রুয়ারি ঢাকা আসবেন।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG