অ্যাকসেসিবিলিটি লিংক

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের ৩০শে নভেম্বরের মধ্যে বিচারের আওতায় না আনলে দেশব্যাপী অবরোধ: ঘোষনা জাতীয় হিন্দু মহাজোটের


বাংলাদেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং মন্দির ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব এবং শাহবাগ এলাকায় তাঁদের বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছে।

প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট এক বিক্ষোভ সমাবেশে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে এসকল ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় না আনলে দেশব্যাপী অবরোধ করার ঘোষণা দিয়েছে।

সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, প্রয়োজনে তারা সরকারের অপসারণের আন্দোলন শুরু করবে।

এদিকে, ঢাকায় শুক্রবার আদিবাসী ফোরাম ও নাগরিক সমাজের এক সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে, তাঁদের কথায়, দেশে যে রাষ্ট্রীয় নির্যাতন চলছে তা বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা।

বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল অভিযোগ করেন, আজকে হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন মানুষের ওপর যে অত্যাচার চলছে তার একটি ঘটনারও বিচার হচ্ছে না। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

XS
SM
MD
LG