গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ এলাকায় একজন হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জঙ্গী তৎপরতার উপর নজরদারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, আইএস এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। তবে স্থানীয় পুলিশ এই দাবিকে নাকচ করে দিয়েছে। পুলিশ নিপেন চন্দ্র নামে একজনকে আটক করেছে। ৬৬ বছর বয়সী দেবেশ চন্দ্র প্রামাণিককে বুধবার সকালে তার দোকানেই হত্যা করা হয়।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।