যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস CPJ বাংলাদেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা মারাত্মক পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে । তারা বিশ্বের সবচেয়ে ঝূঁকিপূর্ণ ন’টি দেশের যে তালিকা প্রনয়ন করেছে বাংলাদেশ তাতে ষষ্ঠ স্থানে রয়েছে – জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরূ তাঁর একটি রিপোর্টে ।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দেশে বিচার বহির্ভুত হত্যাকান্ড সংঘটিত হওয়ার কথা অস্বীকার করা হয়েছে–জানাচ্ছেন ঢাকা থেকে জহূরূল আলম ।
বাংলাদেশে দু’ হাজার বারো সালে তাজরিন ফ্যাশানস নামে একটি গার্মেন্টস কারখানার এক অগ্নিকান্ডে এক শ’ ১৭ জন নিহত হবার ঘটনার এক বছর তিন মাস পরে ঐ কারখানার মালিক রবিবার আদালতে আত্ম সমর্পন করেছেন – জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ।
বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দী জামাতে ইসলামির সিনিয়র নায়েবে আমীর এ কে এম ইউসূফ মারা গিয়েছেন – জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ূর ষামন চৌধুরী ।
বাংলাদেশে, পাবনার সাঁথিয়ার হিন্দু পরিবারের ওপরে হামলার ঘটনায় বাংলাদেশ হাইকোর্ট সরকারকে ৪৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে – জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ ।hindu compensatio